রবিবার, ৫ মে, ২০২৪

।। প্রতিদিন বিভাগ।। ।। মে সংখ্যা।। ।। শিক্ষা ও রবীন্দ্রনাথ ঠাকুর - ৬।। তীর্থঙ্কর সুমিতের দুটি কবিতা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।





।  প্রতিদিন বিভাগ।। 

   ।। মে সংখ্যা।। 

।। শিক্ষা ও রবীন্দ্রনাথ ঠাকুর - ৬।।




তীর্থঙ্কর সুমিতের দুটি কবিতা



(১)
রবীন্দ্রনাথ 



হাতের কাছে হাত
বাড়ানো  রয়েছে সময়
প্রতিটি অক্ষরে অক্ষরে লেখা থাকে
যে হৃদয় বাণী, তাঁর পাশে...
কিছু শব্দ আজও নতুনের কথা বলে
মন ক্যানভাসে যে ছবি ঝড় তোলে

সেইতো  রবীন্দ্রনাথ




(২)
রবি না রবীন্দ্রনাথ


আকাশ খুশি মনের ভিতর
উথাল - পাথাল ক্ষন
স্বপ্নগুলো চোখের জলে
বড্ড যে আপন।

নিজের মতো কাটছি আঁকড়
আঁকছি নানা ছবি
ভাবের ঘরে ডিম ফুটেছে
হাসছে দেখো রবি।

তোমরা বলো রবীন্দ্রনাথ
রবি তো নয় বেশ
মাথার ওপর ওনার আশিস
পাই খুঁজে অশেষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন