মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

প্রতিদিন বিভাগ।। ।। মে সংখ্যা।। ।। শিক্ষা ও রবীন্দ্রনাথ ঠাকুর - ১৪।। পূবের জানালায় রবি — দীপক বেরা।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




।  প্রতিদিন বিভাগ।। 

   ।। মে সংখ্যা।। 

।। শিক্ষা ও রবীন্দ্রনাথ ঠাকুর - ১৪।।




পূবের জানালায় রবি

দীপক বেরা 


পঁচিশে বৈশাখ থেকে বাইশে শ্রাবণ। এই তো ছিল তোমার জীবনের মাপ। তারই মাঝে কেবল নির্মাণ আর খোদাই। জীবনের ইতিকথা, সুখ-দুঃখ, হাসি-কান্না। অমেয় সত্তায় তার অগণন ছাপ। 
কালের গোপনে জমেছে শুধু গোপন। মুখোশে ঢেকেছে মুখ, পরিযায়ী দেহ-সাজ। আসল-নকল চেনা, ভীষণ কঠিন আজ। 

পঁচিশে বৈশাখের কাছাকাছি এই সময়। পৃথিবীর কাছাকাছি ঝুলে আছে অপার্থিব সন্ধ্যার ছায়া। বিস্মৃতির মাঝে তোমার অনুষঙ্গের দ্যোতনা বাজে। তাই তোমার স্মৃতির বাইরে যেতেই পারি না কিছুতেই। শহরের শেষ মাথায় ক্রমশ মাথা তুলছে স্কাইরাইজ টাওয়ার। ওরা আড়াল করে চাঁদের আলো, নতুন ভোরের আলো, আরও এমন কতকিছু ভালো..! 
আবার নতুন করে চোখ খুলে দেখি চরাচর। এ কেমন নতুন চারপাশ, নতুন থেকে নতুনতর! 
আমার শান্তিনিকেতনের শান্তিহীন মন পুরনোকে আঁকড়ে ধরে। যে পুরনো অনন্ত নতুন। হাওয়ায় লিখে রাখে আগামীর ভাষা, আগামীর সুর। মনে হয় অগণ্য স্মৃতি-বিস্মৃতির স্তর সরিয়ে, এই বুঝি কেউ এসে খুলে দেবে বিশ্বভারতীর পূবের জানালাটা—
জানালার চতুর্ভুজে দৃশ্যমূখরতায় দেখি, কবেকার সেই চেনা মুখ,.. আমাদের প্রাণের ঠাকুর, রবীন্দ্র ঠাকুর! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন