সোমবার, ১৩ মে, ২০২৪

।। প্রতিদিন বিভাগ।। ।। মে সংখ্যা।। ।। শিক্ষা ও রবীন্দ্রনাথ ঠাকুর - ১৩।। রবিপুজো - স্বাগতা ভট্টাচার্য।। Ankurisha।। E.Magazine। Bengali poem in literature।।

 




।  প্রতিদিন বিভাগ।। 

   ।। মে সংখ্যা।। 

।। শিক্ষা ও রবীন্দ্রনাথ ঠাকুর - ১৩।।




রবিপুজো

স্বাগতা ভট্টাচার্য 



আমার বিগত শৈশব -কৈশোর -যৌবন 
সবটুকুই রাখলাম তোমার পায়ে।
এখন পড়ে থাকা একভাগ মিলিয়ে নিতে থাকি তোমার  গীতবিতানের পাতা উল্টে।
গান নয়,ছুঁয়ে দেখি আমার যাপিত জীবনের এক-একটি অধ্যায়।
আমার ঠোঁট থেকে ঝরে পড়া মুক্তো আর চোখ থেকে বিন্দু বিন্দু হিরে নিয়ে গেঁথে নিয়েছো রত্ন হার। 
সাজিয়ে রেখেছ আমারই উত্তরসূরীর জন্য। 
আর এভাবেই পূর্বজদের হাত ধরে আরো কয়েকটি প্রজন্ম নিজেদের খুঁজে পাবে তোমার গীতবিতানের পাতায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন