মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

।। প্রতিদিন বিভাগ।। ।। এপ্রিল সংখ্যা।। ।। বাঙালি ও পহেলা বৈশাখ— ৩।। শুদ্ধ-শঙ্খ — দীপঙ্কর নায়েক (শ্রীদ্বৈয়ায়ন)।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।





      ।। প্রতিদিন বিভাগ।। 

      ।।  এপ্রিল সংখ্যা।। 

। বাঙালি ও পহেলা বৈশাখ— ৩।। 




শুদ্ধ-শঙ্খ 

দীপঙ্কর নায়েক (শ্রীদ্বৈয়ায়ন)

শামের খামে সরবে নামে সকাল সাঁঝের শুভ সম্ভাষণ
শুভম জলে প্রতি পলে পলে আগুনের শুদ্ধতা।
লঙ্কা কুরু যুদ্ধ শুরু শুদ্ধতার অনুরোধে...

শামুক নামুক আবার মহামানবের শিরে
সালঙ্কারী শুভ্রতা ছড়াক অন্ধকার অরণ্যে,   
অম্বু কম্বু নীলাদ্রি নীল সাম্রাজ্য বাড়াক আবার...
প্রেমের প্রতীক হয়ে আলোকিত থাকুক প্রিয়ার হাত
পালের আল বেয়ে আজ আবেশিত অনুধ্যান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন