সোমবার, ১ এপ্রিল, ২০২৪

।। প্রতিদিন বিভাগ।। ।। এপ্রিল সংখ্যা।। ।। বাঙালি ও পহেলা বৈশাখ— ২।। নববর্ষে আমরা — তামস চক্রবর্তী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




      ।। প্রতিদিন বিভাগ।। 

      ।।  এপ্রিল সংখ্যা।। 

।। বাঙালি ও পহেলা বৈশাখ— ২।। 




নববর্ষে আমরা 

তামস চক্রবর্তী 


হাঁটতে হাঁটতে পেরিয়ে আসা দিন
রৌদ্র আনে, আনে দাহ ,
পুড়ে যাচ্ছে একটা সময় 
ধুসর বসন্ত।
নাভীকুন্ডের আগুন নেভেনি 
রুদ্ধ শ্বাস কালবৈশাখী
ঢেকে দিচ্ছে দ্রোহকাল ।
মৃতবৎসা জননীর জঠর থেকে 
জন্ম নিচ্ছে একটা নতূন সকাল 
নববর্ষ।  
ঊষর মাটির বুকে
ভূমিষ্ট  শিশুর কান্না 
জানিয়ে দেয় স্রষ্টার অস্তিত্ব ।
সৃষ্টিরা হাঁটে ছায়া সূর্যের  
অনিশ্চিত পথে
খেরো বাঁধানো নতূন খাতার পাতায়
লেখা হয় আমার পুর্ব পূরষের 
হারানো নিঃশ্বাস।

তবু হাঁটে - 
এভাবেই হেঁটে চলে আমার পৃথিবী।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন