বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪

।। প্রতিদিন বিভাগ।। ।। এপ্রিল সংখ্যা।। ।। বাঙালি ও পহেলা বৈশাখ— ১২।। অন্যগন্ধ হাওয়া — জয়ন্ত চট্টোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।





      ।। প্রতিদিন বিভাগ।। 

      ।।  এপ্রিল সংখ্যা।। 

। বাঙালি ও পহেলা বৈশাখ— ১২।। 



অন্যগন্ধ হাওয়া  

জয়ন্ত চট্টোপাধ্যায়


ছেলেরা প্রতিদিন ঝাঁপ দেয় জলে,দিঘল বাঁধের জল।
বিবর্তন নিয়ে পাক্কা চল্লিশ মিনিট বক্তব্য রাখলেন রঘুদা
বিষয় পরিবর্তন চলছে নানা গতিতে,তবে বেশিটাই
মন্থর,ভালো ও মন্দ।
সেদিন মাঘবেলায় ভয়ে ভয়ে স্নান সেরেছে ওরা
ফাগুনবেলা বুঝতে না বুঝতেই চৈত্রবেলা তালগাছ
শীতের লজ্জা সরিয়ে টগবগে পলাশের পথে মহুলও
বুনোফুল ম্লান বদলে যাচ্ছে কৃষ্ণচূড়ার পাতা।
ফুলের পথ করে দিয়েছে শিরিষ গাজনের গর্জনে
ঝরাপাতাগুলো ক্লান্ত ও উন্মুখ কখন উঠবে বৈশাখী।
নিম তাল ও খেজুরের ফুলে যত গোপন আলাপ
বদলে যাচ্ছে প্রলাপের ভাষা,সব কেমন অন্যরকম
ব্যাঙাচির মতো ভেসে উঠছে নতুনের আশা ও আশঙ্কা।

২টি মন্তব্য: