।। প্রতিদিন বিভাগ।।
।। এপ্রিল সংখ্যা।।
।। বাঙালি ও পহেলা বৈশাখ— ১১।।
বাঙালির বৈশাখ
দুর্গাদাস মিদ্যা
বিদেশি বর্ষ পঞ্জিকার দাপটে কোণঠাসা তুমি বৈশাখ।
প্রকৃতির দয়ায় থেকে যায় কিছু কিছু ঘাম কপালে তোমার।
আম জাম কাঁঠাল সেও আজ ততটাই বেহাল তেমন গৌরবে আর ওঠে না নব্য প্রজন্মের পাতে কারণ তাদের ধাতে সয় না এসব।
চরম অনুকরণপ্রিয়তায় হায় বাঙালি
তোমার বাঙালিত্ব ভেসে যায় অকুল দরিয়ায়।
জীর্ণ শীর্ণ হতে হতে তুমি আজ প্রায় বিলীয়মান
শুধু তুমি বেঁচে থাকো পঁচিশে বৈশাখের দীপ্ত আলোকে
তাছাড়া তোমাকে কোন কাজে আর মনে রাখে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন