লেবেল

শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

। মার্চ সংখ্যা।। ।। ফাগুনের আগুন ও বসন্তের উপহার-৯।। বিশ্বেশ্বর রায়-র কবিতা।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।






               ।। মার্চ সংখ্যা।। 

।। ফাগুনের আগুন ও বসন্তের উপহার-৯।। 




বিশ্বেশ্বর রায়-র  কবিতা 


১.

হঠাৎ ফাগুনে  


ফাগুন হাওয়ার ছোঁয়ায়

মৃতপ্রায় শুকনো ডালে 

ধরে পাতা, ফোটে কুসুম, 

তারা সুবাস ছড়ায়।

আমার মনের বন্ধ দুয়ার খুলে

ঝিমিয়ে পড়া প্রাণপাখিটা 

আকাশ পানে চেয়ে 

আনন্দময় শীর্ষ মাস্তুলে

বসবে বলে ডানা মেলে 

হঠাৎ উড়তে চায়,

আমি অসহায়।

          

 

২.

বসন্ত বাতাস  


শীতের দিনে সে ছিলো জড়সড়,

বাইরে যেতে ভয় ছিলো তার বড়।

চুপটি করে থাকতো ঘরের কোণে

উদাস হয়ে একলাটি আনমনে।

বন্দি যেন হঠাৎ পেয়ে ছুটি

ফুলের বনে করছে লুটোপুটি।

পরাগ রেণু মেখে সে সারা গায়ে

যেথায় খুশি দিচ্ছে সে ছড়ায়ে।

আমের মুকুল ধরেছে সব গাছে,

দেখি সেথায় সে ঠিক পৌঁছে গেছে।

জাপটে ধরে পথের ধুলোর ঝুঁটি

শুকনো পাতা আর কিছু খড়কুটি

ঊর্ধ্বাকাশে উঠে সে ঘূর্ণি হয়ে

দিগ্বিদিকে দেয় সব ছড়িয়ে।

সূর্য যখন বসেন ধীরে পাটে

পেরিয়ে আকাশ দূরে পশ্চিমঘাটে

মৃদুমন্দ মলয় পবন ধীরে

জড়িয়ে ধরে শ্যামল প্রকৃতিরে।

জুড়িয়ে দেয় সবার শরীর-মন,

প্রেম-বাসরে সবার নিমন্ত্রণ। 

ছড়িয়ে পড়ে আকুল কুহুরব

প্রাণে প্রাণে রঙের উৎসব

মাতন জাগায় বসন্ত বাতাসে,

প্রাণীজগৎ প্রেম-জোয়ারে ভাসে।

                   

1 টি মন্তব্য: