বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

। মার্চ সংখ্যা।। ।। ফাগুনের আগুন ও বসন্তের উপহার-২৯।। ঋতু রঙ্গ — স্মৃতি শেখর মিত্র।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।






               ।। মার্চ সংখ্যা।। 

।। ফাগুনের আগুন ও বসন্তের উপহার-২৯।।






ঋতু রঙ্গ

স্মৃতি শেখর মিত্র

             
কোলের কাছে ফাগুন এলে
প্রকৃতি যেন হালকা হয়ে যায়
যাবতীয় ধূলো ময়লা হাওয়ায় মিলিয়ে যায়।
কোকিলের কুহুতানে মানুষের
প্রতিটি ভোর আসে অদ্ভুত এক
প্রাণখোলা আনন্দ নিয়ে।
এই ফাগুনেই হাওয়ায় ভেসে বেড়ায়
শ্বেত পারাবত জগতের শান্তি কামনায়।
লাল পলাশ ও শিমুল ফুলের আভায়
অযোধ্যা আর জয়চন্ডী পাহাড় লালে লাল।
সেই আগুনে মানুষের হৃদয়েও আগুন
লেগে যায়। নারী পুরুষের মনে একে অপরকে
ভালবাসার নেশায় পায়।বসন্ত তাই ভালবাসার
ঋতু।কবির কথায় এই সময়েই ঋতু রঙ্গ শুরু হয়ে যায়।

1 টি মন্তব্য: