বুধবার, ২৭ মার্চ, ২০২৪

। মার্চ সংখ্যা।। ।। ফাগুনের আগুন ও বসন্তের উপহার-২৮।। এসেছে হোলি — হরিহর বৈদ্য।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।






               ।। মার্চ সংখ্যা।। 

।। ফাগুনের আগুন ও বসন্তের উপহার-২৮।।



এসেছে হোলি 

 হরিহর বৈদ্য 


আবির ধরেছে কৃষ্ণচূড়ার ডালে-- 

বসন্তে আজ মাতলো পলাশ বন ,

রং মেখেছে মনের আকাশ খানি 

খেলবো হোলি আজ যে সারাক্ষণ। 


দিনের শেষে রং ফুরিয়ে যাবে

মিলিয়ে তবু যায় না রঙের দাগ, 

রয়ে যাবে আনন্দেরই রেস--

প্রেমের মানুষ যতই দূরে থাক।


মন্দ- ভালো ইচ্ছে গুলি সবই

রংয়ের নেশায় করছে কোলাকুলি, 

মাদল বাজে সাল মহুয়ার বনে

আজ এসেছে যৌবনেরই হোলি। 


দুয়ারে আজ রঙিন বসন্ত---

দোল লেগেছে সবার মনে মনে, 

ব্যস্ত সবাই রাঙিয়ে নিতে জীবন 

এমন মধুর হোলির শুভক্ষণে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন