।। মার্চ সংখ্যা।।
।। ফাগুনের আগুন ও বসন্তের উপহার-২৪।।
প্রণয় সন্ধ্যা
সুদীপ কুমার চক্রবর্তী
কিছুটা লাজুক প্রকৃতির রোদ মেখে দাঁড়িয়ে আছে
শেষ চৈত্রের বসন্ত বেলা।
আগুন ঝরা কৃষ্ণচূড়া অপেক্ষা করছে পুরনো প্রেয়সীর
মতো পড়ন্ত যৌবনের বাঁকে।
দোল পূর্ণিমার চাঁদ পায়চারি করছে গোধূলির খোলা বারান্দায়। দিগন্তের ক্যানভাসে রঙ ছড়িয়ে দিয়েছে কোনো অচেনা শিল্পী।
মনে মনে মৃদু টোনে মোজার্ট এর মুগ্ধ সিম্ফনি।
বসন্তের মুখমণ্ডলে উড়াল চুম্বনের
আলতো সোহাগে নেমে আসছে স্বর্ণচাঁপার প্রণয় সন্ধ্যা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন