।। মার্চ সংখ্যা।।
।। ফাগুনের আগুন ও বসন্তের উপহার-২৩।।
বসন্ত বাহার
মায়া দে
শীত বৃক্ষের মতো
সমস্ত পাতা ঝরিয়ে ঝরিয়ে
আমি শূন্য।
আমার শূন্যতায় এঁকে দিলে
আগুন আল্পনা
পল্লবে পল্লবে
প্রলপিত কলরবে।
আকাশে ওড়ে আবির রঙা বসন্ত উত্তরীয়
পাখা মেলে প্রজাপতি
উন্মাদ কোকিল কূহরণে
বনে বনে
মহুল বাসে পলাশে পলাশে
পাগল হাওয়ায়
আমায় ছুঁয়ে যায়।
পরিপূর্ণতায় আমি প্রগাঢ় সবুজ।
বসন্ত আসবে--
তাই পাতা খসানোয় এতো সুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন