।। মার্চ সংখ্যা।।
।। ফাগুনের আগুন ও বসন্তের উপহার-২১।।
প্রেম-দূতী
বিশ্বেশ্বর রায়
আবার দিয়েছে দেখা
দুয়ারে বসন্তসখা
মলয় বাতাস যেই পাতায় পাতায়
উষ্ণতার অনুরাগে শ্বাস ফেলে যায়।
এতদিন সুগোপনে
ছিলো কোন্ দূর বনে
সহসা উদয় হলো আম্রশাখায়,
প্রেমের জোয়ার এলো সব মোহনায়।
কুহু কুহু ওঠে রব
ফুলবনে উৎসব
সেজে ওঠে নানা রঙে রূপের আভায়,
বিরহী পরাণ ডাকে আয় কাছে আয়।
অমনি মধুপদল
হয়ে ওঠে চঞ্চল
প্রেমের সৌদামিনী বুকে চমকায়,
শীতের জড়তা হীন উষ্ণ হিয়ায়।
-- --
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন