।। মার্চ সংখ্যা।।
।। ফাগুনের আগুন ও বসন্তের উপহার-১৪।।
এমন এক সময় হবে...
সমাজ বসু
এমন এক সময় হবে যখন কোকিল আসবে না
শিমুল পলাশে টান পড়বে
শুধু কৃষ্ণচূড়ার গল্পে পেরিয়ে যাবে বসন্ত।
বসন্তের শহরের চুপ ঠোঁটে ফুটবে না---
নীল দিগন্তে ঐ ফুলের আগুন....
এভাবে অনেক অর্থহীন প্রয়োজনের ফাঁকতালে একদিন
স্বীকারোক্তির সাথে স্বীকারোক্তি জুড়ে দিলেও
ভুলভ্রান্তির জামিন নেই।
এমনকি ---
বাকি দিনগুলো সারাক্ষণ ঘুরে বেড়ালেও
ভীক্ষাপাত্রে পড়বে না বসন্তের নামমাত্র ধাতব মুদ্রা।
এমন এক সময় হবে যখন পড়ে থাকবে মুখস্থ ---
ফাল্গুন চৈত্র.....
সঠিক মূল্যায়ন। সুন্দর কবিতা।
উত্তরমুছুন