মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

। মার্চ সংখ্যা।। ।। ফাগুনের আগুন ও বসন্তের উপহার-১৩।। রঙিন আশা - অশোক ব্যানার্জী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





               ।। মার্চ সংখ্যা।। 

।। ফাগুনের আগুন ও বসন্তের উপহার-১৩।।





রঙিন আশা

অশোক ব্যানার্জী


ফাগুন মাসে আগুন জ্বলে

দেহে মনে

মনটা উড়ু উড়ু হয়

ক্ষণে ক্ষণে।

বাতাস যেন বয়ে আনে

কিসের আভাস

নীল আকাশে রংয়ের ছোঁয়ায়

ভোরের আকাশ ।

গাছে গাছে ফুলের সারি

মেলছে আঁখি

বনে বনে সবুজ রংয়ের 

মাখামাখি ।

রং মেখেছি মনে, এবার

মাখবো দেহে

আসছে দোল দিচ্ছে দোলা

স্বপ্ন মোহে ।

পলাশ বনে রং ধরেছে

রাঙা ফুলে

দিচ্ছে বাতাস মিষ্টি চুমু

শিউড়ে দোলে।

রাঙামাটির দেশে বুঝি

পড়ল সাড়া

রঙের নেশায় মনটা যেন

পাগল পারা ।

ফাগুন মাসে আগুন জ্বলে

দেহে মনে

মনটা ছোটে আগুন রাঙ্গা

শিমুল বনে।

হৃদয় মনে সবারই আজ

রঙের নেশা

আসছে দোল খেলবো হোলি,

রঙিন আশা !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন