।। ফেব্রুয়ারি সংখ্যা।।
।। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০।।
ও বাঙালি
সেন্টু রঞ্জন চক্রবর্তী
ও বাঙালি
তুই বাঙালি ছিলি
বিদেশ গিয়ে সেই কথাটি
একদম ভুলেই গেলি!
তোর যে ছিলো অনেক কিছুই
অন্যের যেসব নাই,
ময়ূর ছিলি শালিক হলি
লাফিয়ে চলিস কি তাই?
ও বাঙালি
তুই বাঙালি
বাংলা যে তোর ভাষা,
সকল দেশের চাইতে সেরা
মিষ্টি মধুর খাসা,
বিশ্বাস নেই কি তোর?
হাজার পাখির গানের সুরে
এখানে হয় ভোর।
এই ভাষাতে
কান্না হাসি
সকল ভালোবাসাবাসি,
যেথা
মায়ের আঁচল ছায়া হয়ে
সকল দুঃখ দেয় ভুলিয়ে
শিশির কণা দূর্বা ঘাসে
বিছিয়ে রাখে হাসি,
বাউল সাধক একতারাতে
গান গেয়ে যায় দিনেরাতে
সন্ধ্যা হলে উদাস সুরে
বাজে বাঁশের বাঁশি।
বাংলা ভাষায় রক্ত লেখা
সবচে সেরা চিত্র আঁকা
আর কোথাও এমন দেশ আর নাই,
পাল তুলে নৌকা চলে
স্বর্গ সুখের কথা ভুলে
আমরা সবে বেঁচে আছি
ঠিক যেনো ভাই ভাই,
গর্বের ভাষা বাংলা ভাষা
এ ভাষাতেই কান্না হাসা
এ ভাষা মুখে নিয়ে শেষ দিনে যেনো যাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন