বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

। ফেব্রুয়ারি সংখ্যা।। ।। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২৯।। নিঝুম ভালোবাসা'য় ... বিকাশরঞ্জন হালদার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



         ।। ফেব্রুয়ারি সংখ্যা।। 

       ।।  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২৯।।




নিঝুম ভালোবাসা'য় ...

বিকাশরঞ্জন  হালদার 

অধিক্রম।গুলিঝড়ে ঝাঁজরা হলো বুক!
তাজা রক্তে ভিজে গেলো মাটি। মাটি সেটা ভালোকরে'ই জানে!

ঘটনা নিতান্ত নয় ...
লালে লাল হলো-২১ ফেব্রুয়ারি!

" আমি কি ভুলিতে পারি ... "

আজও মনে মনে বুকে জড়িয়ে ধরি 
রফিক-জব্বার-শফিউর-সালাম-বরকত 
একগোছা নিরন্তর 'প্রাণ' নিঝুম ভালোবাসা'য়!

ভাষার কোনো কাঁটাতার নেই, কিংবা
অন্য কোনো মানচিত্র 

মর্মন্তুদ-স্মৃতি তাই জেগে থাকে
আলোয় ছায়ায় ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন