লেবেল

শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

।। ফেব্রুয়ারি সংখ্যা।। ।। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২৪।। বর্ণমালা — তীর্থঙ্কর সুমিত।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



         ।। ফেব্রুয়ারি সংখ্যা।। 

       ।।  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২৪।।





বর্ণমালা
তীর্থঙ্কর সুমিত


শূন্য হতে হতে বুকের বাতাস একদিন...
নিভে যাবে হাওয়ার সঙ্গে
তার থেকে বরং
দুরন্ত নদীর বুকে একটা সকাল লিখি
দেখতে দেখতে অতিক্রান্ত হয়েছে ইচ্ছেরা
ভালোবাসার গভীরে এখন দিনলিপির ছাপ
বৃষ্টির ধারা কখনও কখনও
তোমার শাড়ির আঁচল ছুঁয়ে

আমার একতারা জুড়ে এখন লালনের বর্ণমালা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন