মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

।। জানুয়ারি সংখ্যা।। ।। নেতাজী ও ২৩ ও ২৬ শে জানুয়ারি -১০।। নেতাজি — শুভঙ্কর দাস।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in Literature।।

 



         


                  । জানুয়ারি সংখ্যা।। 

  ।।  নেতাজী  ও ২৩ ও ২৬ শে জানুয়ারি -১০।।



নেতাজি 

শুভঙ্কর দাস 


একটা দেশ মানে একজন এমন নেতার নাম,যাঁকে নেতাজি বললে পরাধীনতা নিজেই মুখ লুকোয় হলুদ ঘাসে ঘাসে...

অরণ্যের রাজত্বে যার নখ সবচেয়ে তীক্ষ্ণ ও গতিশীল

সেই সিংহাসনে বসে জঙ্গলজুড়ে তোলে

শৃঙ্খলার গর্জন। 

একটা দেশ,মহাভারতের দেশ,রাম ধ্বনিতে  যার মাটি কুরুক্ষেত্রেও ভগবতগীতায় পরিণত হয়

সেই মাটিতে প্রত্যেক যুধিষ্ঠির,  অর্জুন,শ্রীকৃষ্ণ এবং ব্যাসদেব দাঁড়িয়ে থাকে

মহাপ্রস্থানের অশ্রু নিয়ে... 

সেই অশ্রুকে অস্ত্র করে একজন হয়ে ওঠেন নেতার নেতা,নেতাজি... 

যাঁর অশ্বের মুখ লিখতে চেয়েছিল নবভগবতগীতা..  যাঁর তলোয়ার ছিন্ন করতে চেয়েছিল অরণ্যের অন্ধকার শিকল,যাঁর চশমায় ছিল বিদ্যুৎ-এর শক্তি, যা দিয়ে সকল পাশবরাজকে পুড়িয়ে ছাই করা যায়...


সেই রক্তমাংসের মানুষটিকে নেতাজি বলে স্যালুট করলে মনে হয়,এই ভারতবর্ষ নামক দেশটা বুট দিয়ে শাসন করার,পশুরাজের গর্জনে বন্দী করার এবং দিনের পর দিন পরাধীনতার জমাট হিমানী দিয়ে নষ্ট করার কারো ক্ষমতা নেই... 


কারণ একজন সদা জাগ্রত চির মুক্ত অগ্নিতে,দিল্লি চলো...











1 টি মন্তব্য:

  1. অসাধারণ লিখেছেন দাদা । আপনার প্রতিটি কবিতাই কতো কিছুই শিখিয়ে দেয় দাদা । আরো আরো এগিয়ে চলুন দাদা

    উত্তরমুছুন