।। জানুয়ারি সংখ্যা।।
।। নেতাজী ও ২৩ ও ২৬ শে জানুয়ারি -১১।।
হে বীর
মায়া দে
ইতিহাস জানে
চেয়েছিলে—
একটা আকাশ দেবে বলে।
ফুল ফুটুক। কথা বলুক সব পাখি।
চেয়েছিলে—
নদীর উজানীস্রোতে ভেসে আসুক জীবনের গান।
চেয়েছিলে—
এক আকাশ মুক্তি।
ইতিহাস জানে।
পাতায় পাতায় কতো
উত্থান পতন
কুটিল চক্রান্ত
মানুষে মানুষে লড়াই।
জঘন্য বৃত্তান্ত।
ইতিহাস জানে
নেতাজীর মানে।
চেয়েছিলে—
তাজা রক্তে রাঙা সূর্য
নেতা আসে নেতা যায় সহায় অমর বীর্য।
তোমার আসন শূন্য আজো
আকাশ তারা খসায়
স্বাধীন ভারত শ্মশান ক্ষেত্র নেতাজী তুমি কোথায়!!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন