।। ফেব্রুয়ারি সংখ্যা।।
।। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস —১।।
ক্ষত
অজিত বাইরী
( উনিশে মে-র বাংলাভাষার শহিদদের প্রতি )
ক্ষতগুলি শুকোয়নি আজও, শুকোবে না
কোনদিন ;
যে ক্ষতগুলি থেকে ফোঁটা ফোঁটা ঝরেছিল রক্ত
পূর্ববাংলার মাটিতে;প্রতিফোঁটা রক্ত গোলাপ
হয়ে ফুটেছে।
যে বুলেট ক'টি ভেদ করেছিল অসংখ্য তাজা
তরুণ-তরুণীর প্রাণ ;
মৃত্যু তাদের কেড়ে নিতে পারেনি, অমরত্ব কোলে
দিয়েছে স্থান।
যে ভাষার জন্য বিশ্বের প্রতিটি বাংলাভাষী গর্বিত ;
যে ভাষা বিশ্বে অন্যতম মাতৃভাষা হিসেবে স্বীকৃত ;
সে ভাষায় মিশে আছে স্বাধীনতাকামী ভাইবোনের
রক্তে ফোটা গোলাপের নির্যাস; আহা, কী করুণ,
মধুর সঙ্গীতের ঝংকার এ-ভাষার অন্তরে নিহিত!
ক্ষতগুলি শুকোয়নি আজও, শুকোবে না কোন দিন ;
যতদিন নদীর মতো বহতা থাকবে এই ভাষা ;
যতদিন অক্ষরে খোদিত হবে মাতৃভাষার আবেগ ;
যতদিন শিশুদের মুখে ফুটবে প্রথম বোল ' মা ' ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন