মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

।। জানুয়ারি সংখ্যা।। ।। নেতাজী ও ২৩ ও ২৬ শে জানুয়ারি -৩১।। ধারাল প্রত্যুত্তর — বিকাশরঞ্জন হালদার ।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




        


                  । জানুয়ারি সংখ্যা।। 

  ।।  নেতাজী  ও ২৩ ও ২৬ শে জানুয়ারি -৩১।।




ধারাল প্রত্যুত্তর 
বিকাশরঞ্জন হালদার 


ক্ষীণশ্বাস-যৌবনের আত্মশুদ্ধির একটি প্রাসঙ্গিক  নাম, নেতাজী। 
দেশের ভিতরে ঘটেচলা উশৃঙ্খলতা'র ধারাল প্রত্যুত্তর! সময়ের... 
বিরূপ-মলিন জীবনের প্রচ্ছদ যে বদলে দেওয়া যায়, সে আর অপার্থিব ঘটনামাত্র থাকলো না।
 নীতি-নৈতিকতায় যুক্ত হলো একটি শব্দ - আত্মবিশ্বাস! প্রাণ যখন, নির্ভয়-নির্ভার... 
আজও ঐ একটি 'জয় হিন্দ' শব্দে  তরঙ্গ তোলে, তন্ময়-বাতাস! প্রণত হয় অন্তর
, অনায়াসে, ধ্রুব-মৃত্যুহীন'এ...







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন