বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

। জানুয়ারি সংখ্যা।। ।। নেতাজী ও ২৩ ও ২৬ শে জানুয়ারি -২৬।। লহ প্রণাম - সোমা চক্রবর্তী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




        


                  । জানুয়ারি সংখ্যা।। 

  ।।  নেতাজী  ও ২৩ ও ২৬ শে জানুয়ারি -২৬।।





লহ প্রণাম 

সোমা চক্রবর্তী

" তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের  স্বাধীনতা দেবো " - এই ক'টা শব্দের ধ্বনি'তে উত্তাল, ভারত মাতার সর্বত্র, মাট-ঘাট, গলি-প্রান্তর 

সবাই উদ্বুদ্ধ  হয়ে প্রস্তুত  হলো, নিজের সর্বস্ব বিলিয়ে, রক্তের  বিনিময়ে স্বাধীনতা আনতে! তুমি সুভাষ  থেকে হয়ে গেলে সবার প্রিয় 'নেতাজী'

তোমার ধ্বনিতে উন্মাদনা সবার ধমনীতে। শিরা উপশিরা বেয়ে উচ্চারিত একটা কথা-" জয় হিন্দ " 

হে  বীর, বাঙালি মায়ের  সন্তান, তুমি পথ দেখিয়ে গেলে, স্বাধীনতা ছিনিয়ে আনতে হয়
আজও তুমি আমাদের  মনে প্রতি মুহূর্তে জীবন্ত! চলমান আর বহমান ...

হে মহামানব, তোমার জন্মদিবস আছে, তোমার  চলে যাওয়া নেই। তুমি আছো প্রতিক্ষণে, আমাদের  মননে, আমাদের  সাথে
তোমার ধ্বনিতে আমাদের  ধ্বনি আজও উচ্চারিত  হয়-" জয় হিন্দ "!
শ্রদ্ধাপূর্ণ অন্তরে স্মরী আমরণ

বীর নেতাজী 'লহ প্রমাণ' ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন