।। ডিসেম্বর সংখ্যা ।।
।। যিশু খ্রিষ্ট ও ২৫শে ডিসেম্বর - ২৭।।
বড়দিনে
কালাকার
চারিদিকে শুধু খুশির লহরী
আজ শুভ বড়দিন,
সান্তাক্লজের উপহার পেতে
আনন্দে আলাদিন।
চারিদিকে আজ আলোক মালায়
গির্জার ঘন্টা ধ্বনি,
জন্মদিনেতে দিচ্ছে জানান
শুভ সে আশীষ বাণী।
পাপীকে তো নয় পাপকেই ঘৃণা
সেই অপূর্ব বার্তা,
অবতার রূপে মানলে সবাই
তুমি বিশ্ব ত্রাতা।
জগতের পাপ সব নিয়ে শিরে
হলেই ক্রুশবিদ্ধ,
মাতা মেরীর কুমারী সন্তান
জগত তোমাতে মুগ্ধ!
কেক প্যাটিসের বড়ো ছড়াছড়ি
পিকনিক নানাস্থানে,
উৎসব প্রিয় মানুষের ঢল
মুখর তব জায়গানে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন