।। ডিসেম্বর সংখ্যা ।।
।। যিশু খ্রিষ্ট ও ২৫শে ডিসেম্বর - ২৬।।
বড়দিন
চিত্তরঞ্জন দাস
কুমারী মেরির সন্তান যিশু
জন্ম আস্থাবলে --
সেই জন্মের শুভ দিনটিকে
'বড়দিন' লোকে বলে।
কেউবা আবার বলে ক্রিসমাস,
খুশির আমেজে মোড়া --
সান্টাক্লজের বাহারি পোশাকে
ছুটে স্বপনের ঘোড়া।
কেক বিস্কুট নানা উপহারে
ছোটদের মুখে হাসি
গির্জায় বাজে ক্যারোলের সুর
আনন্দ রাশি রাশি।
ক্রিসমাস ট্রি, ঘন্টা-বেলুন
লাখো লোক একনিষ্ঠ --
মানব মুক্তির মুসাফির ওই
আসে প্রভু যীশুখ্রীষ্ট।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন