শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

। ডিসেম্বর সংখ্যা ।। ।। যিশু খ্রিষ্ট ও ২৫শে ডিসেম্বর - ১০।। সঞ্জয় ব্যানার্জী-র কবিতা।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



          ।। ডিসেম্বর সংখ্যা ।। 


   ।। যিশু খ্রিষ্ট  ও  ২৫শে ডিসেম্বর - ১০।। 





সঞ্জয় ব্যানার্জী-র  কবিতা 



১.

হে মহামানব 


হে মহামানব যিশুখ্রিষ্ট তোমার জন্মদিনে
প্রনাম করি আমি তোমাকে ২৫ শে ডিসেম্বরে।
বেথেলহেম শহরে জন্মেছিলে ঘোড়ার আস্তাবলে। 
পাপি-তাপি উদ্ধারিলে তোমার প্রেম দিয়ে।

মানবের সেবায় জীবন দিলে,কাঁটার মুকুট মাথায় নিলে।
তবুও তুমি শিখিয়ে গেলে মানবতার ধর্ম। 
হে মহামানব তোমার জন্মদিন পঁচিশে ডিসেম্বরে
গির্জায় গিয়ে প্রার্থনা করি মাথা নত করে।

তোমার ধর্ম ভালোবাসা তোমার ধর্ম প্রেম।
দীন-দরিদ্রকে সেবা আর বুকেতে টেনে নেওয়া।
সত্য ধর্ম প্রতিষ্টা করে খ্রীষ্টান করেছো
মহামানব প্রেম কাকে বলে তুমি শিখিয়েছ।



২.
                         
 তোমার জন্মদিন 

তোমার জন্মদিন যিশুখ্রিষ্ট 
২৫ শে ডিসেম্বর। 
পবিত্র দিনে গির্জায় গিয়ে
প্রার্থনা করি মোমবাতি জ্বালিয়ে।

তুমি দিয়েছ মোদের জ্ঞানের আলো
শিখিয়েছ ভালোবাসা।
তোমার চরণে প্রনাম করি হে আমাদের ত্রাতা।

বিশ্বপ্রেম বিলায়েছ তুমি অনেক অত্যাচার সহে।
ক্ষমা,মায়া,মমতা দিয়ে প্রান বাঁচিয়েছ আমাদের। 
আমাদের তুমি শিখিয়েছ বিশ্বপ্রেম ও মানবধর্ম।
তুমি আমাদের ঈশ্বর তুমি পরিত্রাতা।

আজকের এই পবিত্র দিনে
তোমাকে স্মরণ করি।
তোমার বাণী আমরা যেন--
বিশ্বকে দান করি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন