শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

। ডিসেম্বর সংখ্যা ।। ।। যিশু খ্রিষ্ট ও ২৫শে ডিসেম্বর - ৯।। যীশু — মলয় সরকার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



          ।। ডিসেম্বর সংখ্যা ।। 


   ।। যিশু খ্রিষ্ট  ও  ২৫শে ডিসেম্বর - ৯।। 


যীশু

মলয় সরকার



যদি কেউ তোমাকে ভালবাসার অপরাধে

আমাকে জুতো মেরে রক্তাক্ত করেও দেয়-

সেই জুতো বুকে নিয়ে শেষ শয্যায় শুয়ে

আমি আর একজন যীশু হতে চাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন