শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

। ডিসেম্বর সংখ্যা ।। ।। যিশু খ্রিষ্ট ও ২৫শে ডিসেম্বর - ২৪।।নীল হয়— যন্ত্রণা বিকাশরঞ্জন হালদার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



          ।। ডিসেম্বর সংখ্যা ।। 


   ।। যিশু খ্রিষ্ট  ও  ২৫শে ডিসেম্বর - ২৪।। 




নীল হয় যন্ত্রণা

বিকাশরঞ্জন  হালদার 

নীল হয় যন্ত্রণা
যে সাদা বুকের গভীর অন্তরালে 
সে বুক'টি তোমার!
নির্জন-সহন যার ছুঁয়ে দেয়, কাঁটার গরল শিরধার্য করে, আকাশের মৃত্তিকা
সে তুমি! 

তুমি প্রেমিক, মহা প্রেমিক হয়ে ওঠো
যীশু-এই ছোট্ট  একটি শব্দের ভিতরে!

আমরা তোমাকে আলো বলেই চিনেছি বারবার 
জগত যাকে প্রভু বলে প্রণতি জানায়

সন্তর্পণে  সরে যায় - অপরাধ অন্ধকার  যত
ঘৃণার পাত্রে পড়ে থাকে, পাপটুকু শুধু 
ক্ষমা করো তুমি, বিস্ময় জাগানীয়া, আর 

কখন যেন ঈশ্বর  হয়ে যাও ... 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন