শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

।। ডিসেম্বর সংখ্যা ।। ।। যিশু খ্রিষ্ট ও ২৫শে ডিসেম্বর - ২৩।। বড়দিন - তীর্থঙ্কর সুমিত।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



          ।। ডিসেম্বর সংখ্যা ।। 


   ।। যিশু খ্রিষ্ট  ও  ২৫শে ডিসেম্বর - ২৩।। 



বড়দিন

তীর্থঙ্কর সুমিত 


বড়দিনে বড় মজা সারাদিন হুল্লোড় আর হৈ চৈ
ভালোবাসা বুকে,মন ভরা উচ্ছ্বাস বাকিরা সব কই?
সান্তা বুড়ো হাসছে একা সাথে সব
হো হো হো হো তারাও হাসে 
বুকে তার অসীম ব্যথা চোখেতে জল
নিজের মতো একা ঘোরে জড়ো হয়
কত শত শিশু আর কত মানুষ
তবুও কেউ বোঝেনা পিঠের ঝোলায় আছে
হাজার দুঃখ ভরা এক সুখের খোঁজ
যীশু দেখে দাঁড়িয়ে উৎসবে মাঠে শহর আর গ্রাম
একের পিঠে হাজার বোঝা তবুও শান্তা তাঁর নাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন