।। ডিসেম্বর সংখ্যা ।।
।। যিশু খ্রিষ্ট ও ২৫শে ডিসেম্বর - ১৭।।
ক্রুশবিদ্ধ প্রেম
বিপ্লব গঙ্গোপাধ্যায়
ভালোবাসা এত ভারি যে তাকে বহন করতে লাগে কয়েকটি জন্মান্তর।
হিংসার বিপরীতে তুমি রোজ ক্রুশবিদ্ধ হতে হতে ভালোবাসা বহন করেছো।
প্রেমিকাকে অ্যাসিড ছুঁড়ে মারছে কেউ
কেউ ছুরিতে ছুরিতে রক্তাক্ত করছে দয়িতার স্বপ্নলেখা হাত।
আর কেউ সারা জীবনের যন্ত্রণা দিয়ে সরে যাচ্ছে অস্পৃশ্য দূরত্বে।
হিংসার বিরুদ্ধে প্রেম লিখতে গিয়ে তুমি শিখে ফেলছো সব অক্ষর।
পঁচিশে ডিসেম্বর তুমি আমাদের শেখাও সমস্ত আক্রোশের বিরুদ্ধে প্রেম ছাড়া অন্য কোন স্বরবর্ণ নেই।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন