শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

ডিসেম্বর সংখ্যা ।। ।। যিশু খ্রিষ্ট ও ২৫শে ডিসেম্বর - ১৬।। বড়দিন - বিশ্ব বন্দ্যোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



          ।। ডিসেম্বর সংখ্যা ।। 


   ।। যিশু খ্রিষ্ট  ও  ২৫শে ডিসেম্বর - ১৬।। 





বড়দিন

 বিশ্ব বন্দ্যোপাধ্যায়


জ্যোৎস্নারা উড়ে উড়ে 

 ভরিয়ে দিলো মুক্ত ক্যানভাস

 আকাশের যৌবন ভরা আলো শরীরে

 কুমারী বিদ্যাপীঠের ঘণ্টি বাজে

 এখানে সারি সারি আলোর রোশনাই ...

আর ... রংমশালে

 সাজিয়ে দিচ্ছে এই শহর... অন্তরমহল

 মুখরিত উচ্চারণে... ঝরে পড়া খুশিরা

  সমবেত নৃত্যের তালে বলছে আজ উৎসব...

অথচ পাতায় পাতায় লেখা... 

ভালোবাসার ক্ষত চিহ্ন রেখেছি বুকে

তিনি আমাদের পরম পিতা... আমাদের ত্রাতা

কখনো পান করেছেন গরল... কখনো

                     বিদ্ধ হয়েছেন ক্রুশে...

আজ খুশিয়াল চাঁদের ঘনঘটা শেষে

নতুন আলোয় লিখছে বড়দিন... 

              অজস্র খুশির বড়দিন...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন