শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

।।আলোর উৎসব--৪।। বর্ণময় — অরিন্দম চট্টোপাধ্যায়।। Ankurisha ।। E.Magazine।। Bengali poem in literature।। আ




।।আলোর উৎসব--৪।। 



বর্ণময়

অরিন্দম চট্টোপাধ্যায় 


পাড়ভাঙা এক নদীর মতো 

মেঘ গুলো উড়ে যাচ্ছে

দিকহীন ঠিকানাবিহীন

আজ আকাশ জুড়ে চন্দ্রমা

আলোকিত শীতল উপত্যাকা

ও উজ্জ্বল গুচ্ছ গুচ্ছ গিরিশৃঙ্গ 

দিন বলে ভুল করে উড়ে বেড়ায় 

হিমালয়ী বুলবুল 

তার ঠোঁটে আজ আনন্দরাগ

আর এই সব দেখে

 নিস্পলক দৃষ্টি প্রসারিত করে 

নিস্তব্ধ ও বর্ণময় হয়ে যাই...


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন