।।আলোর উৎসব--৩।।
মঙ্গল প্রদীপ
সুব্রত চৌধুরীআকাশ মেয়ে রাগ করেছে
মুখটা বেজায় কালো,
কোথায় গেলো লক্ষ তারা
ঝিকিমিকি আলো ।
দীপাবলির আলোর মালায়
উঠলো সেজে মেয়ে ,
আকাশ বুকে আতশবাজি
গেলো বুঝি ধেয়ে।
আলোর রোশনাই দিকে দিকে
ঘুচবে মনের কালো,
ঘরে ঘরে মঙ্গল প্রদীপ
সুখের তরে জ্বালো ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন