শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

।।আলোর উৎসব--১১।। দীপক বেরা-র কবিতা।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



।।আলোর উৎসব--১১।। 



দীপক বেরা-র  কবিতা 



১.

চাঁদ


চাঁদের শরীরে আলো
অথচ উত্তাপ নেই, শুধুই স্নিগ্ধতা
শুধু আলো, শুধু ঠাণ্ডা আলো
সেই আলো নিয়ে আমি গায়ে মাখি
ছিনিমিনি খেলি
মৌতাত জমা রাখি শীতের উপমায়
বিস্ময়সূচক, চঞ্চল সে আলোর
গোপন একাকী খেলা, বড় গভীর
বড় বিশুদ্ধ, সেই স্নিগ্ধ আলোর খেলা



২.
জন্ম-জন্মান্তর

আকাশ উপুড় হয়ে শ্বাস নেয় 
মাটির গন্ধে তার নিখাদ অন্বেষণ 
আচমনে শ্রাবণের বুক থেকে 
পুরনো অভ্যেসে খুঁটে আনে অভিসার 
নিঃশব্দে ভিজে যাওয়া মাটি 
তাকে ওম দেয়, সুর দেয় 
রাতভোরে প্রসব দরজা খুলে 
জন্মের প্রথম কান্নার স্বর
জীবনচক্রে মেশে জন্ম-জন্মান্তর.. 
সূর্য প্রণামে নতুন প্রত্যয়ে
বাঁশি বাজে তার অনন্ত আলোর মূর্ছনায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন