রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

উন্মুক্ত কবিতা -৯।। স্মৃতি শেখর মিত্র- এর কবিতা।। Ankurisha।।E.Magazine।। Bengali poem in literature।।





উন্মুক্ত কবিতা -৯




স্মৃতি  শেখর মিত্র- এর কবিতা 



 ১.        
 ভালবাসা

ভালবাসার অলিন্দে উড়ে এসে জুড়ে বসে
গুটি কয়েক পাখি।তারা সারাদিন কথা কয়
নিজেদের মাঝে শুধু ভালবাসার কথা।
কে কোথায় ভালবেসে উদাস হলো! কোন
রমণী ভালোবাসার তরে সারাদিন ঝগড়া করে
এসব কথা পাখি হওয়ার জন্য ওরা সহজেই জেনে যায়। পাখিরা যখন যেখানে খুশি উড়ে
যেতে পারে।তাই নিঃসংশয়ে তারা সারাদিন খুঁটে খুঁটে খায় যেখানে যতটুকু পায়,আর সারাদিন
ভালবাসার কথাই বলে। চাহিদা বেশি হলে ভালবাসা কখন যেন হারিয়ে যায়।



২.                
সমগোত্রীয়


হরিণীরা সাঁতার জানে না
তাই বন থেকে বনান্তরে তাদের
নির্ধারিত সীমারেখা।দৌড় দৌড়
শুধুই দৌড়ানো কখনও ভয়ে ত্রাসে
কখনও বা ভালবাসায়। কোন কোন
মানুষীর জীবনেও তাই ঘটে।তারা কত
পুরুষের সান্নিধ্যে আসে। কেউ ভালবাসে
কেউ বা আঁচড়ে কামড়ে ছিন্নভিন্ন করে দেয়
দেহবল্লরী তার। জীবনের গতিপ্রকৃতি বোঝা দায়।
 কাকে ভালবেসে কার বা মন রাখি?
কখনও কখনও পর্যুদস্ত হয়ে নিতান্তই একাকী।



৩.             
 পায়রা

পায়রাটি বসে আছে ছাদের কিনারে
আশঙ্কা হয় যদি পড়ে যায়! পরক্ষনেই
মন বলে ওরা তো উড়তে জানে পাখা মেলে
উড়ে যাবে উর্ধগতিতে ওই নিঃসীম আকাশে।
মানুষের পাখা থাকলে অবশ্যই উড়ে যেতাম,
ঘুরে আসতাম জীবনানন্দের রূপসী বাংলায়
যেখানে আমার মন পড়ে থাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন