মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

উন্মুক্ত কবিতা -২৫ ।। বিজয়া - অশোক ব্যানার্জী।।Ankurisha।।। E.Magazine।। Bengali poem in literature।।

 



উন্মুক্ত কবিতা -২৫



বিজয়া

অশোক ব্যানার্জী


আবোলতাবোল খামখেয়ালী

কাটলো পূজোর দিনগুলি

এই কটা দিন সবাই মেতে

ছিলাম তো বেশ আনন্দেতে ।

প্যাণ্ডেলে প্যান্ডেলে রাতে

মাতৃ দর্শন সবার সাথে ।

সবাই মিলে হৈ হুল্লোড়

করেছি বেশ রাত্রি ভ'র ।

আজ দশমী সকাল থেকে

বিজয়ার ব্যথা বাজছে বুকে ।

ঢাকের বাদ্যি করুণ সুরে

মণ্ডপে মণ্ডপে ঘুরে

ছড়িয়ে পড়ছে চারদিকেতে,

তৈরি এবার বিদায় নিতে

মা দুর্গা লক্ষ্মী গণেশ

সরস্বতী, কার্তিক,বেশ।

মায়ের চোখ কি ছলছলে ?

কেউ বা বুঝি দেখতে পেলে !

কান্না ভেজা চোখের জলে

বলছি মাগো এসো চলে

সামনের বছর ঠিক সময়ে

অপেক্ষায় থাকবো চেয়ে ।


                 

1 টি মন্তব্য:

  1. সুন্দর কবিতা। মা দুর্গা সহ তাঁর সন্তানদের নিয়ে বর্ণনা কবিতাটিকে সৌন্দর্য্যমন্ডিত করেছে।

    উত্তরমুছুন