উন্মুক্ত কবিতা -২৪
সত্য
বিশ্বজিত মুখার্জ্জী
স্পষ্ট কথা সহজ ভাবে
কজন আর বলতে পারে?
ভালোমন্দ বিচারাধীন...
কথার কাছে সবাই হারে।
অভিজ্ঞরা রাস্তা চিনে
রণাঙ্গানে অস্ত্র হানে...
নিন্দুকেরা কেচ্ছা জেনে
সময় বুঝে শাস্তি দানে।
তুচ্ছ জ্ঞানে প্রতিপন্নে
রণাঙ্গনে হে,বিপ্লব...
বিচার মানে ন্যায়ের জালে
আটকে আছে কথার শব!
নিজের ঘরে কবর খোঁড়ে
বধ্যভূমি গঠন মূলে,
সম্পূর্ণ অস্বীকার....
কথার ছলে দিচ্ছে গুলে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন