সোমবার, ২ অক্টোবর, ২০২৩

উন্মুক্ত কবিতা -৩ ।। গোবিন্দ মোদক-এর কবিতা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

   




উন্মুক্ত কবিতা -৩



গোবিন্দ মোদক-এর কবিতা



১.

ভিনগ্রহের গান


প্রতিদিন স্বপ্ন দেখি —

একদিন এমন একটা গ্রহে উড়ে যাব 

যেখানে মানুষ না থাকলেও 

আছে একদল যুবক-যুবতী 

যাদের অনাবিল কলকাকলিতে 

মুগ্ধ হয়ে থাকে অচেনা বাতাস 

ফুল ফুটে ফুটে ছুটোছুটি করে 

অণু থেকে পরমাণু জুড়ে 

আর অবিশ্বাসী মনগুলোর 

ফাঁসি হয়ে যায় অনায়াস বিচারে

তখন যুবতী শরীর থেকে ডানা মেলে

সুগন্ধি রেণুকণা। 

আমি প্রতিদিন স্বপ্ন দেখি 

নিয়মিত যাতায়াত করছি সেই গ্রহে।


২.

দাগ 

অনেকদিন কবিতা সহবাস নেই 

তবুও রৌদ্রে মাটি ফাটলে 

অথবা বর্ষণে মাঠ ভাসলে 

রুক্ষ কবিতা মনে ডানা মেলার সুযোগ খোঁজে

একটা নিশ্চিত বিশ্বাসে 

তাই প্রতিদিন ঘুমাতে যাই যে —

একদিন একটা প্রমাণ সাইজের কলম হয়ে 

একটা সাদা পাতার সামনে দাঁড়াবো 

তারপর এঁকে ফেলব অনায়াস কিছু 

কাটাকুটি দাগ।

অনেকদিন কোনও কবিতা সহবাস নেই 

তবু প্রতিনিয়ত স্বপ্ন দেখি —

একদিন লিখে ফেলব আস্ত একখানি কবিতা

আর এভাবেই একটা নিশ্চিত বিশ্বাস 

ঝমঝম করতে থাকে আমার ঘর-বাড়ি জুড়ে।



৩.

নিভৃত চেতনার জন্য


নিভৃত সময়কে সাক্ষী রেখে 

যারা শব্দবন্ধনে বাঁধা পড়ে যায় 

কলমের আঁচড়ে তুলে নেয় সৃষ্টিসুখের ফসল

তাদের জন্য কি অপেক্ষা করে আছে 

অন্য কোনও স্বর্গ? 


অনির্বাণ চেতনা নিয়ে 

যারা জন্ম দেয় কবিতার কাগজ 

তারা কি কোনও ভিনগ্রহের বাসিন্দা? 


তর্ক থাক! 

এসো, ওদের জন্য রচনা করে যাই 

অন্য এক স্বর্গোদ্যান!











কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন