শরতের আগমন —১৯
শরৎ রাণী
পুষ্প সাঁতরা
শরতাকাশ চোখ রাঙালো চলবে না জারিজুরি।
আমি তো শরৎ রানী তিন নম্বর ঋতু
মাস দুয়েক আনন্দেতে হবো রে ভাই থিতু।
শরৎ ভোরে আকাশ খানা রঙে মাখামাখি
কড়ি কোমল শাঁখের সুরে মায়ের চরণ আঁকি।
কাশের চামর করিব বিজন জবার মালিকা গলে
অপরাজিতার নীল অঙ্গুরী পরাব তোমায় বলে।
মানস সরোবরে নীল কুমুদিনী আনবো সঠিক চিনে
শালুক মালায় সাজাব তোমায় শরৎ রাত্রি দিনে।
সকলেই বাঁচি সকলেই শুচি সকলের শির উচ্চ
বারাঙ্গনার মাতৃদ্বারের মাটিও তো নয় তুচ্ছ।
তব আগমনে মন্দ্রিত হোক মধুময় সম্প্রীতি
তন্দ্রিত সুরে সাম্য মৈত্রী বাজুক ঐক্য গীতি।।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন