রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

শরতের আগমন —১৮।। বাজে আগমনী — দীপক বন্দ্যোপাধ্যায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





শরতের আগমন —১৮


বাজে আগমনী

দীপক বন্দ্যোপাধ্যায়

নিসর্গ জুড়ে ফোটা কাশফুল
যেন আনন্দ ধরে না আর হাওয়ার দোলায়
অপু-দুর্গা ছুটে যায় আশ্চর্য দৃশ্যের টানে
ধোঁয়া ছেড়ে চলে যায় রেলগাড়ি ...

স্মৃতি টেনে রাখা সেই কবেকার---
সত্যজিতের ছবি শরতের অনবদ্য দৃশ্যে
কাশফুল শরৎ আর আগমনী
যেন সখী তিনজনে

রামকুমারের আগমনী গানে ----
প্রাণ ভরে উঠেছিল তাতে
আশ্বিনের শারদ প্রভাতে
বীরেন ভদ্রের চন্ডীপাঠ আর
"বাজলো তোমার আলোর বেণু" ...

শরতের ঘ্রাণ নিতে নিতে ফিরে আসি
জীবনানন্দের "রূপসী বাংলা"-র কাছে
সেখানেই যেন ঠিকঠাক মিশে আছে ----
এই বাংলার মাঠ ঘাট ভাটফুলে ভরা
জ্যোৎস্নাপ্লাবিত বাংলাদেশ আপনার বেশে

শরতের শিশির ভেজা আগমনী সুর সেখানে
মিশে যায় আবহমান বাংলার নিসর্গ আভাসে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন