শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

শরতের আগমন —১৬ ।। শিউলি ঘ্রাণে — বিকাশ চন্দ,।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



শরতের আগমন —১৬


শিউলি ঘ্রাণে 

বিকাশ চন্দ

ভাসিয়ে দিলাম নীল আকাশে
আগমনীরই চিঠি,
শূন্যে ওড়ে মগ্ন পালক মেঘ
রোদ হেসেছে মিঠি। 

কোঁচড় ভরা শালুক ফুল হাসি
এই তো চেনা ফুলকি,
তিন চোখে হাসি কাশের বনে
এই দেখাতে ভুল কি ! 

ভরে আছে সব নয়ানজুলি
শ্বেত পদ্ম নীল পদ্ম,
এটাই এখন ঝিল সরোবর
আনন্দে পাগল বদ্ধ। 

জঠর জ্বালা কঠিন বড় তাও
তবু মুখে চাঁদের হাসি,
রোদ বৃষ্টি এমন শরৎ আকাশ 
বাজলো আলোর বাঁশি। 

কার হাসিতে ঝরে অমৃত সুধা
কোন হাসি ভরে প্রাণে,
ভাঙন সময়েও হাসে খুকুমণি 
ভরিয়ে শিউলি ঘ্রাণে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন