বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

শরতের আগমন -১৫ । একটু দিও সুখ — শ্রীমন্ত দাস।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




শরতের আগমন -১৫


একটু দিও সুখ

শ্রীমন্ত দাস


শরৎ আকাশে মেঘেরা চলেছে

ধূম্র ডানা মেলে,

রবির কিরণে মেঘের বুকে

 খুশির ঝলক খেলে।


শিউলির হাসি ঝরিছে প্রভাতে

কাশেরা নাচিছে  দুলে,

শালুক কমল পাঁপড়ি মেলিছে

শিশিরে দিঘির জলে।


ধীর সমীরণ খেলে ধানক্ষেতে

দোলা লাগে স্থলে জলে,

আগমণী গান গেয়ে চলে কে?

আশাবরি সুর তুলে।


ঢ্যাম কুড় কুড় ঢাকের বাজনা

সাথে সানাইয়ের সুর,

জাগো দুর্গা দশপ্রহরণী

যেন বোধনের সুর।


আসছে পাবণ মাতছে সবাই 

দেবীর আগমনে,

তবুও কষ্টে অনেক দুগ্গা

খুশি নয় এক্ষণে।


পথের মাঝে শয্যা ধুলায় 

ঘুমায় দুগ্গা রাতে,

অনাথ দুগ্গা পথশিশু

পায় নি সে যে খেতে।


কত দুগ্গা লাঞ্ছতা আজ

পণের বাণে শিকার,

কত দুগ্গা যোগ্য হলেও

পায় নি অধিকার।


মাঠে ঘাটে ফসল ফলায়

উদয়াস্ত খাটে,

তবুও দুগ্গা উপোসে থাকে

খাবার না তার জোটে।


বিশাল বড় ইমারত গড়ে

রক্ত ঘামের জলে,

তবুও তাদের ছাদ জোটে নি

থাকে আকাশ তলে।


মা গো দুর্গা এসো নেমে

ঘুচাও এসব দুখ,

রক্ত মাংসের দুগ্গা কাঁদে

একটু দিও সুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন