শরতের আগমন —১৩
শারদীয়া বললেই যেন...
সমাজ বসু
আশ্বিন মানে সাদা মেঘের বজরা,
রাস্তা জুড়ে মন্ডপ,আলোর তোরণখুঁটি কিংবা---
ত্রিপল ছাউনিতে শেষ তুলির টান।
আবার অবসাদ ও কষ্টও অমেরুদণ্ডী কুয়াশার মত
হেঁটে বেড়ায় কিছু মানুষের দিনযাপনে ---
স্বজন হারানোর মুদ্রা খুঁজে আনে এই কটাদিন
গল্পের সকাল সন্ধ্যায় চারুপাঠ হয়ে ওঠে আর
তখনই ছিঁড়ে যায় আশ্বিন। আশ্বিনের বাউল রং।
তবু ---
শারদীয়া
বললেই যেন এক ক্লান্তিহীন অবয়ব চলে আসে
আমাদের বোধবৃত্তে ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন