সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

শরতের আগমন —১২।। একটি নিজস্ব কবিতা — তৈমুর খান।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





শরতের আগমন —১২



একটি নিজস্ব কবিতা

তৈমুর খান 



তোমার কাজের মধ্যে আছি

 তোমার আলোর মধ্যে আছি

 আমার ক্ষতগুলি শুধু উপশম খোঁজে

 বাইরের ভিড়ে যেতে চায় না কেউ আর

 অনেক নষ্টের পর যেটুকু বেঁচে আছি

 হৃদয় তাতেই বাঁধে ঘর


 হয়তো বসন্ত নেই তবুতো কোথাও ঘ্রাণ আছে

 স্মৃতির আয়নার পাশে হলুদ ডানার প্রজাপতি

 শব্দে শব্দে গুঞ্জন ওঠে

 চাক গড়ে উপলব্ধির মৌমাছি


মুখ দেখে নিই একান্ত নিজস্ব মুখখানি

হেসে ওঠো,যে হাসি ভোরের দৃশ্যে মিশে যায়

শরতের নিভৃত উল্লাসে নীলাকাশ হয়

তোমাকেই খুঁজে খুঁজে পাই কাকলি-কূজনে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন