শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

স্বাধীনতা বিষয়ক কবিতা - ১৯ ।। স্বাধীনতা — পার্থ বন্দ্যোপাধ্যায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 






স্বাধীনতা বিষয়ক কবিতা - ১৯



স্বাধীনতা

পার্থ বন্দ্যোপাধ্যায়


পেয়েছি অঢেল

দিইনি কিছুই প্রতিদানে

শুধু 'ঝুটা হ্যায় ঝুটা হ্যায়'

এই শূন্য আস্ফালনে

এড়িয়েছি দায় --

ভুলে গেছি আত্মদান

জ্ঞাত অজ্ঞাত

বিস্মৃতির ঘোরে।

লজ্জায় কুঁকড়ে থাকি

ভাবি যতো করেছি অপমান

বুঝে বা না বুঝে

তার অভিশাপ যেন খন্ডন করে

আমার সন্তান।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন