স্বাধীনতা বিষয়ক কবিতা -১৮
তোমায় সবাই খোঁজে
মলয় কুমার মাঝি
সবাই খোঁজে স্বাধীনতা, আচ্ছা স্বাধীনতা তুমি আজও আছো কি বেঁচে! সত্যি করে একবার বলো, তুমি -একবারটি বলো তুমি আছো!
হাজার প্রশ্ন! হাজার জিজ্ঞাসা! হাজার
তাজা প্রাণ ওরা কোথায় গেলো! কেউ তো আর ফিরলো না ঘরে! ফিরলো কেবল রক্ত
ভেজা প্রাণ হীন নিস্তেজ দেহ!
বাংলার মাটি বাংলার প্রাণ ওদের খোঁজে
লজ্জায় ঘৃনায় কাপরুষের মতন বেঁচে আছি! আমরা হাজার বার মরি আর হাজার বার
বেঁচে ওঠি কিন্তু ওদের মতন মরন আসে না।
এখন আমরা যান্ত্রিক হয়ে পরেছি, সত্যি কথা বলতে কি জানো স্বাধীনতার আসল মানে আজও অজ্ঞাত রয়ে গেছে ! আর যে স্বাধীনতা খোঁজে পেয়েছে সে আর ফেরে না ঘরে !
তারপরের দিন খবরের কাগজ , এক কোণে কিংবা সেটাও নয়! মীরজাফর বিশ্বাসঘাতকের দলের ভিতর না মরে বেঁচে থাকার ইচ্ছাতেও বেঁচে থাকতে হয়!
একটা তীব্র অভিজ্ঞতা সঙ্গে যন্ত্রণা , সবাই স্বাধীনতা খোঁজে আর আমি খোঁজি ওই মহাপ্রাণদের, দধীচির হাড়ে মজ্জা থেকে আগ্নিফুলের মতন ঝরে পরুক,
আর একবার ওরা এই বাংলার বুকে!
আমিও সবুজ প্রান্তে দাঁড়িয়ে মাঠের কাদা
মাটি মাখা রাখাল ছেলের সঙ্গে পথ ধরবে, স্বাধীনতা তুমি খোঁজতে, কোথায় তুমি!
আছো তো! এখনো বেঁচে...!!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন