বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

কবিতায় বর্তমান সময় -১১।। মৃত্যু-সময় — তপনজ্যোতি মাজি।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।





কবিতায় বর্তমান সময় -১১



 মৃত্যু-সময়

তপনজ্যোতি মাজি


যারা উল্কাপাত দেখেছিল মুক্ত আকাশের নিচে,

তারা ছিল আগুন রাত্রির শেষ শববাহক।


বাহানাগা হাই ইস্কুলের ক্লাসঘরে ক্লাসঘরে সারি

সারি রক্তাক্ত মৃতদেহ, পরিচয়হীন।

কার এই নির্মম প্রমাদ?


শ্বাসরুদ্ধ বাতাসে ক্যামেরার ফ্ল্যাশ জ্বলছে

মুহুর্মুহু।

অসহায় ক্রোধ ও ক্রন্দন।

তবু অন্বেষণ, অন্তেষ্টি ও মর্গ-সংবাদ।

ভুল তবু বেলাগাম।


যারা উল্কাপাত দেখেছিল, তারাও ভুলে যাবে

আগুন রাতের সংবাদ।

মানুষ যেমন ভুলেছে সংগঠিত মৃত্যুশোক

বহুবার।


__________________________

1 টি মন্তব্য: