শনিবার, ২৪ জুন, ২০২৩

কবিতায় বর্তমান সময় —১৯।। ভক্তের ভগবান — বিশ্বজিৎ রায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 






কবিতায় বর্তমান সময় —১৯



ভক্তের ভগবান 

বিশ্বজিৎ রায় 


আমাদের 'মালিক' বলুন বা 'খোদা-ভগবান'/
সব ওই উঁচু উঁচু বাড়িগুলোতে বসে থাকেন,/
ওখান থেকেই ওরা ছড়ি ঘুরিয়ে নির্দেশ দেন,/
প্রয়োজন মতো লালবল-নীলবল গড়িয়ে দেন আমাদের দিকে, /
ওগুলো দিয়েই আমরা "গণতন্ত্র- গণতন্ত্র" খেলি---/
মাঠ-ময়দানে, বাজারে - অফিসে - চায়ের দোকানে ছক্কা-চার হাঁকাই... /
###
যতোই মানত করি, পুজো-আর্চা করিনা কেন /
সব পুতুলদেবতাই ঠুঁটো, নিজেরা কিস্যু করেননা/
আসল দেবতা হলেন ওরা, ওরাই সব করেন,/
তাই, মঞ্চে মঞ্চে ওরাই পূজিত হন, সংবর্ধিত হন,/
ওই দেবতাদের প্রসাদ পেতে আমরা পিছন পিছন দৌড়াই, /
 ওদের ছবি বুকে করে ঘুরি, স্লোগান দিই..../
###
পুজোয় সন্তুষ্ট হলে ওরা নানারকম প্রসাদ ছুঁড়ে দেন--/
ঝুটো চাকরি থেকে অটোরিকশার লাইসেন্স, /
পঞ্চায়েতের টেন্ডার থেকে হকারির জায়গা---/
তবে, পুজো না পেয়ে ওরা বিরূপ হলেই কিন্তু 'সব্বনাশ', /
তখন আর লাল-নীল বল নয়, আগুনের বল সোজা এসে /
আছড়ে পড়বে তোমার উঠোনে- গোলাঘরে, /
ঘরদোর-আসবাব সহ ঝার গুষ্টি উজাড় করে দেবে,/
তারপর কেউ হাত-পা দুমড়েমুচড়ে বিকলাঙ্গ হয়ে সারাজীবন কাতরাবে,/
কেউবা, গাছের ডালে, ল্যাম্পপোস্টে ছবি হয়ে ফুটবে খবরের কাগজে ---/
 ###
অতএব,  এদের সাধ্যমতো পুজো করো, নৈবেদ্য দাও, তারপর /
ওদের দেখানো গণতন্ত্র-গণতন্ত্র খেলে শান্তিতে জীবন কাটাও...//

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন