বুধবার, ২১ জুন, ২০২৩

কবিতায় বর্তমান সময় —১৬।। কপট কাল — তন্দ্রা ভট্টাচার্য্য।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





কবিতায় বর্তমান সময় —১৬



কপট কাল

 তন্দ্রা ভট্টাচার্য্য 

কপট সময়ের ফিচেল হাসি 
নক্ষত্রের গায়ে কুয়াশা চাদর।
ঘরে আর ঘর নেই, অসহায় চিন্তা, 
আর দাঁতে নখ কাটা।
বাইরে কোথায় ভ্রমণ করবে?
চারিদিকে বিধ্বস্ত ট্রেনের ছিন্নভিন্ন কলকব্জা।
রাস্তা অবরোধ করেছে মৃত মানুষের লাশ।
সুখ পাখির ভাঙা ডানার কাছে কাঁদে,
অসহায় শিশু।আগুনের হল্কা, ফাগুনের শ্রীচরণে।
ঐ যে পোড়া মনের কৃষ্ণ গহ্বর, 
কোথাও আলো নেই, ভালো নেই 
 একটি নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা..
 প্রজাপ্রতি আর কোকিলের সন্ধান দিন এই নম্বরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন