মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

কবিতায় বর্তমান সময় —১৫ ।। বৈরী সময় — দীপক বেরা।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





কবিতায় বর্তমান সময় —১৫



বৈরী সময় 

দীপক বেরা 


গণতন্ত্রের বীজমন্ত্রে ফুটেছিল স্বাধীনতার ভোর
জনগণ মনের প্রাণের গভীরে ধ্রুপদী বোধের সূর্য 
অমলিন দ্যুতি ছড়িয়েছিল স্বপ্নের ছায়াবৃক্ষতলে
তারপর স্বাধীনতা হেঁটে গেছে অনেকটা পথ...
প্রিয়দিন পলাতক, প্রেমের বসন্তকাল নিয়েছে ছুটি
পথে পথে ভুল মানুষের ভিড়, কোথাও বন্ধু নেই 
অভিঘাতে অভিঘাতে শরবিদ্ধ আমাদের স্বপ্নবেলা
নীল সন্ধ্যায় পাঁজরে উঠে আসে জিঘাংসার গন্ধ 
হলুদ রাত্রির স্বরে এখন শুধু ভয়ার্ত চাপা আর্তনাদ 
পা'য় পা'য় হেঁটে আসে মৃত্যু, চারপাশে নৈরাশ্য 
আর বিষাদময়তায় আচ্ছন্ন এই বৈরী সময় 
মৃত্যুর লাবণ্যে ঝরে স্বপ্নছেঁড়া কুসুমের দীর্ঘশ্বাস 
বিরহব্যাকুল অনাদি শূন্যতায় বিশ্বাস ভঙ্গের ক্ষত নিয়ে 
ঘুমিয়ে আছে আমাদের অমিয় জীবনবোধের কঙ্কাল!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন